যশোর প্রতিনিধি:সাংবাদিক ইউনিয়ন যশোর-জেইউজে সদস্যরা আকরামুজ্জামান ও এসএম ফরহাদের নেতৃত্বের ওপরই আস্থা রেখেছেন। আজ রোববার অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে বর্তমান সভাপতি আকরাম ও সাধারণ সম্পাদক ফরহাদ বিপুল ভোটে জয়লাভ করেন।
এবারের নির্বাচনে সংগঠনের ৬৫ সদস্যের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। কার্যনির্বাহী কমিটির আটটি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যেক পদে দুইজন করে প্রার্থী লড়েছেন।
সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এক ঘণ্টা বিরতি দিয়ে নির্বাচন কমিশন ভোট গণনা শুরু করে। বিকেল সাড়ে চারটার দিকে ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে বর্তমান সভাপতি আকরামুজ্জামান ৪১ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সংগঠনের সাবেক সভাপতি এম আইউব পেয়েছেন ২৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ ৫২ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মুর্শিদুল আজিম হিরু কার্যত প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি। তিনি পেয়েছেন মাত্র ১৩ ভোট।
এছাড়া সহসভাপতি পদে বিএম আসাদ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট।
যুগ্ম-সম্পাদক পদে বর্তমান কোষাধ্যক্ষ এমএআর মশিউর ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী গালিব হাসান পিল্টু পেয়েছেন ২৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক ৩০ ভোট পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শেখ জালাল উদ্দিন পেয়েছেন ২৭ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মোহন পেয়েছেন ৩০ ভোট।
কার্যনির্বাহী সদস্যের একটি পদে হানিফ ডাকুয়া ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এমএ রহমান পেয়েছেন ২০ ভোট। গেল
রোববার সকাল ১০টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বেলা ২টা পর্যন্ত চলে। এসময় জেইউজে ছাড়াও সাংবাদিকদের অন্যান্য সংগঠনের সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রেসক্লাব চত্বর। ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও শহরের বিশিষ্ট ব্যক্তিরা।
তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এবারের নির্বাচন পরিচালনা করে। ভোটগ্রহণকালে হাজির ছিলেন যুগ্ম-শ্রম অধিদপ্তরের একজন কর্মকর্তা।
২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ