ওয়ানডের নেতৃত্বভার পাওয়ার পরে সময়টা ভালো যায়নি মেহেদী মিরাজের। শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হেরেছে। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে। তার আগে ওয়েস্ট ইন্ডিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হয়েও সিরিজ হেরেছিল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজটি তাই মিরাজের জন্য নেতৃত্ব ধরে রাখার চ্যালেঞ্জ ছিল। ওয়ানডে ফরম্যাটে দেশকে সিরিজ জয়ের ধারায় ফেরানোর চ্যালেঞ্জ ছিল। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ১৭৯ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার ম্যাচ শেষে মেহেদী মিরাজ সংবাদ সম্মেলনে জানান, খারাপ সময়ে দেশের ক্রিকেটের সফলতম দুই অধিনায়ক মাশরাফি মর্তুজা ও তামিম ইকবাল তাকে ফোন করে নানা পরামর্শ দিয়েছেন। এছাড়া ঘরের মাঠে বড় দলের বিপক্ষে সুবিধা নেওয়ার পক্ষে মিরাজ। আবার আফগানিস্তান আসলে খেলতে চান স্পোর্টিং উইকেটে।
মিরাজ বলেন, ‘বাংলাদেশের যারা সফল অধিনায়ক, যদি বলি মাশরাফি ভাই, তামিম ভাই তারা আমাকে অনেক সমর্থন দিচ্ছেন। তামিম ভাই আমাকে ফোন করে বলেছে এভাবে এভাবে করলে ভালো হবে। তারা দেশের সফলতম দুই অধিনায়ক, তারা আমাকে সমর্থন করছে। এগুলো আমার কাছে ভালো লেগেছে।’
মিরপুরের উইকেট নিয়ে প্রশ্নে মিরাজ জানান, এখানে তিনি নয়-দশ বছর খেলছেন। উইকেট কেমন হবে জানা তাদের, ‘আমরা জানতাম উইকেট কেমন হবে। এটা কিন্তু নতুন না। নয়-দশ বছর খেলছি, তখন থেকেই মিরপুরের উইকেট এমন। আগে যখন খেলেছি, তখন কিছু ঘাস ছিল। এখন উইকেটে ঘাস নেই। যে কারণে বল হয়তোএকটু ধীরে আসছে। ঘাস থাকলে স্কিড করে। এছাড়া কোন পার্থক্য মনে হয়নি।’





