লিবিয়া থেকে আসা প্রায় ৩৫ জন অভিবাসী বহনকারী একটি নৌকা ইতালির উপকূলে ল্যাম্পেডুসা দ্বীপের কাছে মধ্য ভূমধ্যসাগরে ডুবে যায়। এই ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং দু’ডজনেরও বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইউনিসেফের ইতালি কান্ট্রি কোঅর্ডিনেটর ডেল’আর্সিপ্রেট।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৭ অক্টোবর) ইতালীয় কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১১ জন অভিবাসীকে উদ্ধার করে যাদের মধ্যে চারজন অনাথ শিশু ছিল। উদ্ধারকৃতদের মধ্যে একজন গর্ভবতী নারীর মৃতদেহও উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া এবং মৃতদেহ ল্যাম্পেডুসায় আনা হয়েছে বাকি যাত্রীদের খোঁজ এখনও মেলেনি।
ইউনিসেফের ইতালি কান্ট্রি কোঅর্ডিনেটর ডেল’আর্সিপ্রেট এই তথ্য জানান। তিনি আরও জানান নৌকাটি সমুদ্রে দুই দিন থাকার পর ডুবে যায়।
অন্য আরেকটি পৃথক ঘটনায় রোববার ইতালীয় ট্যাক্স পুলিশ পাকিস্তান, ইরিত্রিয়া এবং সোমালিয়ার ৮৫ জন লোককে বহনকারী একটি নৌকা আটক করে। নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২ জন অভিবাসীর মৃতদেহ পাওয়া যায় এবং ১৪ জন যাত্রীকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের কোস্ট গার্ডের ইউনিটে স্থানান্তরিত করে ল্যাম্পেডুসা উপকূলে আনা হয় এবং হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, জাতিসংঘ সংস্থাগুলোর তথ্য অনুসারে ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে ৩২ হাজার ৭০০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।
ডেল’আর্সিপ্রেট আরও জানায়, এই মৃতদের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজন শিশু ছিল। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্ল্যাভিও ডি গিয়াকোমো শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ জানিয়েছেন, ২০২৫ সালে এখন পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরে কমপক্ষে ৯১৬ জন অভিবাসী মারা গেছেন।