ইতালির রোমে এক মর্মান্তিক ঘটনায় বাঙালি ব্যবসায়ী এবং রোম বাঙ্কার ব্যবসায়ী সমিতির প্রাক্তন সভাপতি জাহাঙ্গীর আলম শাহেদের ওপর একদল সন্ত্রাসী নৃশংস হামলা চালিয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে রোমের ভিয়া তুসকোলানায় ‘তুসকোলোনা খোকনের বার’এর সামনে এই হামলাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পেরুভিয়ান বংশোদ্ভূত একদল সন্ত্রাসী অতর্কিতে শাহেদের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
ঘটনাস্থলে দ্রুত ইতালির কারাবিনিয়েরি (পুলিশ) বাহিনী উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং হামলাকারী সন্ত্রাসীদের ধরতে পুলিশ জোরদার অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
এই ঘটনা ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে রোমসহ ইতালির বিভিন্ন শহরে প্রবাসীদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে স্থানীয় প্রশাসন প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন খুব কম দেখা যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।