ইউরোপের যে দেশে অভিবাসীরা সবচেয়ে বেশি সম্মানিত

অভিবাসী সংহতকরণ নীতি মূল্যায়নে ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক মাইগ্রেশন পলিসি গ্রুপের (এমপিজি) মাইগ্র্যান্ট ইন্টিগ্রেশন পলিসি ইনডেক্স (এমআইপিইএক্স) অনুসারে, সুইডেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে শক্তিশালী সংহতকরণ নীতি গ্রহণকারী দেশ।

এমআইপিইএক্স আটটি নীতি ক্ষেত্র বিবেচনা করে, যেমন শ্রম বাজারে প্রবেশাধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নাগরিকত্ব ও বৈষম্য-বিরোধী আইন। প্রতিবেদনে বলা হয়েছে, সংহতকরণ মূলত সকলের জন্য সমান সুযোগের নীতির উপর প্রতিষ্ঠিত।

সমীক্ষা অনুসারে, সুইডেন ৮৬ স্কোর নিয়ে শীর্ষস্থান অধিকার করেছে এরপর রয়েছে ফিনল্যান্ড (৮৪) এবং পর্তুগাল (৮৩)। অন্যদিকে, লাটভিয়া (৩৬), লিথুয়ানিয়া (৩৭), বুলগেরিয়া ও স্লোভাকিয়া (৩৯) র‍্যাংকিংয়ে একেবারে শেষে রয়েছে। মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর নীতি পশ্চিমা ইউরোপের তুলনায় কম অনুকূল।

সুইডেনের শক্তিশালী দিকগুলো হলো বৈষম্য-বিরোধী আইন (১০০), শিক্ষা (৯৩), শ্রম বাজারে প্রবেশাধিকার (৯১) এবং স্থায়ী বাসস্থান (৯০)। যদিও সুইডেনে নাগরিকত্ব ও শ্রমবাজার সংক্রান্ত কঠোরতর আইনের প্রস্তাব আনা হয়েছে যা ২০২৬ সালের জুন মাস নাগাদ কার্যকর হওয়ার কথা।

অন্যান্য দেশের মধ্যে স্পেনের সামগ্রিক স্কোর ৬৪, যা বৈষম্য-বিরোধী আইনে (১০০) উচ্চ স্কোর করলেও নাগরিকত্বের প্রবেশাধিকারে (৩০) দুর্বল। জার্মানির স্কোর ৬১, যেখানে শ্রম বাজারে প্রবেশাধিকার (৮১) এবং উন্নত নাগরিকত্বের প্রবেশাধিকারে (৬৭) ভালো করলেও পারিবারিক পুনর্মিলনে (৪২) কম স্কোর করেছে।

ইতালির সামগ্রিক স্কোর ৫৮, যা স্বাস্থ্যসেবা ও বৈষম্য-বিরোধী আইনে ভালো করলেও রাজনৈতিক অংশগ্রহণে (২৫) খুবই কম। ফ্রান্সের স্কোর ৫৬, যেখানে নাগরিকত্বে উচ্চ স্কোর করলেও পারিবারিক পুনর্মিলন ও শিক্ষায় দুর্বল। ডেনমার্ক (৪৯) এবং অস্ট্রিয়া (৪৭) ৫০-এর নিচে স্কোর করেছে। ডেনমার্কে পারিবারিক পুনর্মিলন (২৫) নীতি কঠোর এবং অস্ট্রিয়ায় নাগরিকত্বের প্রবেশাধিকার (১৩) অত্যন্ত কঠিন।

এমপিজি এর মতে, ইইউ জুড়ে অভিবাসীরা মৌলিক অধিকার উপভোগ করলেও প্রায়শই সমান সুযোগ পান না। নীতিগুলোর মধ্যে বৈষম্য-বিরোধী (৭৮) এবং স্থায়ী বাসস্থান (৬১)-এর ক্ষেত্রে অনুকূল ব্যবস্থা রয়েছে। তবে সবচেয়ে দুর্বল ক্ষেত্র হলো রাজনৈতিক অংশগ্রহণ (৩৭), নাগরিকত্বের প্রবেশাধিকার (৪৪) এবং শিক্ষা (৫০)।

সামগ্রিকভাবে, ইইউ-তে সংহতকরণ নীতি স্থবির হয়ে পড়েছে যার গড় স্কোর ১০০-এর মধ্যে ৫৪। এর অর্থ হলো, নীতিগুলো অংশগ্রহণের সুযোগের মতোই বাধা তৈরি করছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ