সাড়ে তিন দশক বাদে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (রাকসু) ভিপি, এজিএসসহ ২০টি পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। বাকি তিনটি পদের মধ্যে কেবল ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন জয় পেয়েছেন ছাত্রদলের প্যানেল থেকে।
জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের আলোচিত সমন্বয়ক ছিলেন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সহ-সভাপতি।
শিবিরের নির্বাচিত ২০ জন হলেন—
ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ
এজিএস: এস এম সালমান সাব্বির
সহক্রীড়া সম্পাদক: আবু সাঈদ মুহাম্মদ নুন
সংস্কৃতি সম্পাদক: জায়িদ হাসান জোহা
সহসংস্কৃতি সম্পাদক: মো. রাকিবুল ইসলাম
মহিলা বিষয়ক সম্পাদক: সাইয়িদা হাফছা
সহমহিলা সম্পাদক: সামিয়া জাহান
তথ্য ও গবেষণা সম্পাদক: বি এম নাজমুছ সাকিব
সহতথ্য ও গবেষণা সম্পাদক: সিফাত আবু সালেহ
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মো. মুজাহিদ ইসলাম
সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক: আসাদুল্লাহ
সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুজাহিদুল ইসলাম সাঈম
বিতর্ক ও সাহিত্য সম্পাদক: ইমরান মিয়া লস্কর
সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক: মো. নয়ন হোসেন
পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: আব্দুল্লাহ আল মাসুদ
সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক: মাসুমা ইসরাত মুমু
চার কার্যনির্বাহী সদস্য
মো. দ্বীপ মাহবুব
মোহাম্মদ ইমজিয়াউল হক কামালী
সুজন চন্দ্র
এ বি এম খালেদ