অবশেষে চূড়ান্ত আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’র তারিখ ও ভেন্যু

অবশেষে অপেক্ষার অবসান হলো। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচের তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়েছে। স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী, দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই মহারণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৮ মার্চ, কাতারের সেই লুসাইল স্টেডিয়ামে। যেখানে লিওনেল মেসির আর্জেন্টিনা জিতেছিল তাদের তৃতীয় বিশ্বকাপ।

২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফিফা বিশ্বকাপের আসর। তার ঠিক আগে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেনের এই লড়াইকে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে।

দক্ষিণ আমেরিকা ও ইউরোপের সেরা দলের এই লড়াইয়ের সম্ভাব্য ভেন্যু হিসেবে লন্ডনের ওয়েম্বলি এবং সৌদি আরবের রিয়াদের নাম শোনা গেলেও, শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালের ভেন্যু লুসাইলকেই বেছে নেওয়া হয়েছে। এ ছাড়া দারুণ পারফরম্যান্সের সুবাদে লিওনেল মেসির যোগ্য উত্তরসূরী মনে করা হচ্ছে বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে। দুই তারকাকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দেখতেও আগ্রহের কমতি নেই ফুটবলভক্তদের মাঝে। সেই সুযোগ করে দিয়েছে মহাদেশীয় (কোপা ও ইউরো) দুই শিরোপা।

উল্লেখ্য, ২০২২ সালে এই টুর্নামেন্টের সবশেষ আসরে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ