আর্জেন্টিনার হারানো শীর্ষস্থানে ১১ বছর পর স্পেন

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৮ মাস ধরে শীর্ষস্থানে ছিল আর্জেন্টিনা। ইকুয়েডরের কাছে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে হেরে ওই শীর্ষস্থান হারিয়েছে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসির দল এখন ফিফা র‌্যাঙ্কিংয়ে তিনে।

মেসিদের হারানো শীর্ষস্থানে উঠেছে লামিন ইয়ামালরা। দীর্ঘ ১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের স্বাদ পেল গত বছর ইউরো জয়ী লা ফুয়েন্তের স্পেন।

আর্জেন্টিনার হারের মধ্যে স্পেন বিশ্বকাপ বাছাইপর্বে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে বড় ব্যবধানে জিতে ৮.২৮ রেটিং বাড়িয়ে নিয়েছে। আর্জেন্টিনার ১৫.০৪ রেটিং হারিয়ে নিচে নেমে গেছে।

টানা দুই বিশ্বকাপের ফাইনালে খেলা কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্স র‌্যাঙ্কিংয়ে দুইয়ে আছে। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির পর বৃহস্পতিবার ফিফা এই হালনাগাদ করেছে। র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল পাঁচ থেকে ছয়ে নেমে গেছে।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল হারে বলিভিয়ার কাছে। রেটিং পয়েন্টস তাদের কমেছে ১৬.০৯। ব্রাজিলকে পেছনে ফেলে পাঁচ নম্বরে উঠে এসেছে রোনালদোদের পতুর্গাল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ