কলকাতায় বাধ্যতামূলক হলো বাংলা সাইনবোর্ড

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাধ্যতামূলক করা হয়েছে বাংলায় লেখা সাইনবোর্ড। এ কাজে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শহরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লিখতে হবে।

কলকাতা পৌরসভার পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। শহর কলকাতায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। কেউ চিকিৎসার জন্য আসেন বা নানা প্রতিষ্ঠানে কাজ সারেন। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোরই নামফলক এখনও বাংলায় লেখা হয়নি। দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে অসন্তোষ ছিল। এমনকি কলকাতা পৌরসভার পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও কাজের কাজ হয়নি।

অবশেষে এবার কড়া নির্দেশ জারি করে কলকাতা পৌরসভা। সাইনবোর্ড শুধু লিখলেই হবে না, এমনভাবে লাগাতে হবে, যাতে দূর থেকেও স্পষ্ট দেখা যায়। দোকান, অফিস, শপিংমল, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল বা ডায়গনস্টিক সেন্টার– সবকিছুকেই এই নিয়ম মানতে হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ