রাত পোহালেই শুরু হজ, মুহূর্ত গুনছেন হাজীরা

রাত পোহালেই শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। আগামীকাল বুধবার হজের প্রথম দিন। এ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যাবস্থা ব্যপক জোরদার করেছে সৌদি আরব সরকার।

নিয়ম অনুযায়ী, আজ মঙ্গলবার (৭ জিলহজ) সন্ধ্যার পর মক্কার পবিত্র মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশে রওনা হবেন হজযাত্রীরা। বুধবার (৪ জুন) ইহরাম বেঁধে সারা দিন মিনায় অবস্থান করবেন।

পরদিন বৃহস্পতিবার হজের মূল কার্যক্রম হিসেবে হাজিরা আরাফায় অবস্থান করবেন। হজের অংশ হিসেবে হাজিরা ৮ থেকে ১২ জিলহজ মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন। এরপর সাঈ, তাওয়াফ ও দমে শোকর আদায়ের মাধ্যমে পাঁচ দিনব্যাপী হজের কার্যক্রম শেষ হবে।

হজ পালনের উদ্দেশে এরইমধ্যে প্রায় ১৫ লাখ মানুষ পাড়ি দিয়েছেন দেশটিতে। বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তায় এবার বিশেষ সতর্ক থাকছে সৌদি প্রশাসন। অবৈধ প্রবেশকারীদের ঠেকাতে মক্কার প্রবেশপথগুলোতে রাখা হয়েছে বিশেষ কড়াকড়ি। আইন অমান্যকারীদের জন্য রাখা হয়েছে জরামানাসহ বেশকিছু শাস্তির বিধান। সর্বক্ষণ নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ও এ.আই প্রযুক্তি।

হজ পালনকারী মুসল্লীদের ২৪ ঘন্টা নিরাপত্তা দিতে বিশেষ দল মোতায়েন করেছে দেশটির সরকার। এছাড়াও বৃদ্ধি করা হয়েছে স্বাস্থ্য ও জরুরি সেবার পরিধি। হাসপাতালে অতিরিক্ত আরও ৬০ শতাংশ আসন বৃদ্ধি করেছে সৌদি প্রশাসন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ