ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করলো আফঈদারা

জর্দানে অনুষ্ঠিত ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

র‍্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে শুরু থেকেই চোখে চোখ রাঙিয়ে খেলেছে আফিঈদার দল। পরিসংখ্যানেও তা ফুটে উঠেছে। ম্যাচে ইন্দোনেশিয়া গোলের জন্য ৯ শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে মাত্র ৪টি। অন্যদিকে, বাংলাদেশ ১৫টি শটের ৭টি রাখে লক্ষ্যে।

দাপটের সাথে প্রতিপক্ষের রক্ষণভাগে ভীতি ছড়ালেও দেখা মেলেনি সেই কাঙ্ক্ষিত গোলের। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

শনিবার (৩১ মে) কিং আবদুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। আগামী ৩ জুন জর্দানের বিপক্ষে মাঠে নামবে আফিঈদার দল।

আগামী জুলাইয়ে এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। যেখানে আফঈদাদের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। শক্তিশালী দলগুলোর সঙ্গে লড়াই করার আগে এই প্রতিযোগিতা বাংলাদেশের জন্য এক রকম প্রস্তুতিমূলক ম্যাচ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ