ভারত থেকে এল ১ হাজার ২৬৭ বস্তা জিরা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করা হচ্ছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় চারটি ট্রাকে করে ১ হাজার ২৬৭টি বস্তা জিরা আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়।

সোমবার সকালের দিকে জিরা আমদানির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, ঢাকার পরশী ইমপেক্স ও সততা ট্রেডিং এবং মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল নামে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান এই জিরা আমদানি করেছে। কাস্টমস ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।

তিনি আরও জানান, প্রতি কেজি জিরা প্রায় ৪ দশমিক ৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৪৫.৭৬ টাকায় আমদানি করা হয়েছে, যা থেকে সরকার ৯৭ লাখ ৩ হাজার ৬৮০ টাকা রাজস্ব পাবে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ‘চলতি বছরে এর আগেও কয়েকবার এই বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে। ঈদুল আজহা সামনে রেখে আরও আমদানির সম্ভাবনা রয়েছে। আজকে বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে জিরাগুলো খালাস হবে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ