ডেস্ক রিপোর্ট: ইতালির পাহাড় ঘেরা শহর পেরুজা। একসময় সেখানে বাংলাদেশীদের বসবাস কম থাকলেও এখন বিপুল সংখ্যক বাংলাদেশী তাদের পরিবার পরিজন নিয়ে সেখানে বসবাস করেন, করেন জীবিকা নির্বাহ। সেখানে গড়ে ওঠা
বাংলাদেশ কমিউনিটি পেরুজা প্রবাসী বাংলাদেশীদের নানা ধরনের সেবা প্রদান করে যাচ্ছে। সংগঠনের সভাপতি তারিক মাহমুদ এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের নেতৃত্বে তাদের এই সংগঠন ইতিমধ্যেই ইতালীয় আইনে
রেজিস্ট্রেশন করা হয়েছে। এই সংগঠনটি বাংলাদেশীদের মধ্যে ঐক্য ও সংহতি ধরে রেখে শিশুদের বাংলা ও ইসলামী শিক্ষায় স্বীকৃত করে গড়ে তোলা, বয়স্কদের ইতালিয়ান ভাষা শিক্ষা, নারীদের নানা প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা, মাদকবিরোধী কর্মসূচি পালন, ইতালিতে বাংলাদেশি কেউ মারা গেলে তাদেরকে দেশে পাঠাতে সহায়তা করা ছাড়াও বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে কর্মসূচি পালন করে। তারই ধারাবাহিকতায় এখানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের সহায়তা করতে রোম দূতাবাসের মাধ্যমে কন্সুলার সার্ভিসের জন্য আবেদন করে সংগঠনটি। সম্প্রতি সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হকের সাথে বৈঠক করেন। এ সময় তারা তাদের সংগঠনের কর্মসূচি তুলে ধরার পাশাপাশি পে্রুজা শহরে বসবাসকারী বাংলাদেশীদের জন্য কন্সুলার সার্ভিস প্রদানের আবেদন জানায়। তাদের এই লিখিত আবেদনের প্রেক্ষিতে রোম দূতাবাস আগামী জুলাই মাসের কোন এক সময়ে পেরুজাতে কন্সুলার সার্ভিসের আয়োজন করবে বলে আশ্বস্ত করেন।
রোম দূতাবাসে আগত প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ কমিউনিটি পেরুজার সভাপতি তারিক মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি রিয়াদ ঘরামী, যুগ্ম সম্পাদক শফিক আহমেদ শুভ, আইন বিষয়ক সম্পাদক বেলীয়া শরীফ এবং সাংগঠনিক সম্পাদক মঈন হোসেন মুন্না।
২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ