পুকুর থেকে লুট করা রাইফেলের ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার

মুন্সীগঞ্জর টঙ্গিবাড়ীর একটি পুকুর থেকে চায়না রাইফেলের ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের বাড়ি সংলগ্ন পুকুর থেকে গুলি উদ্ধার করে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবনাথ জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে পুকুরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় টিনের বাক্সের ভেতর থেকে চায়না রাইফেলের ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, ২০২৪ এর ৫ আগস্ট টঙ্গিবাড়ী থানা থেকে লুট করে এসব গুলি অসৎ উদ্দেশে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ