রদ্রিগোর জন্য ১২০ মিলিয়নের প্রস্তাবের প্রস্তুতি চেলসির

প্রিমিয়ার লিগের তিন ক্লাবের চোখ রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোয়েসের দিকে। ম্যানচেস্টার সিটি একাধিকবার রদ্রিগোর জন্য প্রস্তাব দিয়েছে। তবে রিয়াল ও রদ্রিগো ওই প্রস্তাব নাকোচ করে দিয়েছেন।

সংবাদ মাধ্যমে খবর, লিভারপুল রদ্রিগোকে কিনতে আগ্রহী। আগামী গ্রীষ্মকালীন মৌসুমে লুইস দিয়াজকে ছেড়ে দিতে পারে তারা। এমনকি ডারউইন নুনিয়েজকেও বিক্রি করে দিতে পারে। ওই জায়গা পূরণে রদ্রিগো তাদের প্রথম পছন্দ। যদিও দলবদলের বাজারে মোটা অঙ্কের অর্থ খরচে বরাবরই অনীহা রয়েছে অল রেডসদের।

এবার সংবাদ মাধ্যম ফিকাজেস দাবি করেছে, প্রিমিয়ার লিগে সেরা চারের লড়াইয়ে থাকা চেলসি রদ্রিগো গোয়েসের জন্য ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রস্তুত করছে। লন্ডনের ক্লাবটির বিশ্বাস, আগামী গ্রীষ্মে তারা রদ্রিগোকে দলে ভেড়াতে পারবে।

রিয়াল মাদিদে রদ্রিগো তার পছন্দের পজিশনে খেলতে পারেন না। তিনি মূলত লেফট উইঙ্গার। ওই পজিশনে মাঝে মধ্যে সুযোগ পেয়ে রিয়ালে ভালোও করেছেন তিনি। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের কারণে লেফট উইঙ্গে খেলার সুযোগ পান না ব্রাজিলিয়ান নাম্বার টেন। আবার স্ট্রাইকার পজিশনে সুযোগ পাননা কিলিয়ান এমবাপ্পের কারণে।

রদ্রিগোকে তাই খেলতে হয় একেবারের অপছন্দের পজিশন রাইট উইঙ্গে। কখনো তাকে সেন্ট্রাল মিডফিল্ডেও খেলানো হয়। অথচ ফুটবল বিশ্লেষকরা মনে করেন, রদ্রিগোর যে প্রতিভা ও টেকনিক্যালি তিনি এতো নিঁখুত যে ইউরোপের বড় কোন ক্লাবের প্রধান ফুটবলার হওয়া উচিত তার। ২০২৬ বিশ্বকাপের কথা চিন্তা করে রদ্রিগো রিয়াল ছাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ