ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানালেন নিল ওয়াগনার। নিউজিল্যান্ডের এই পেসার এর আগে গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।
৩৯ বছর বয়সী এই বাঁহাতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শুক্রবার ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান। পাশাপাশি জানিয়েছেন এবার কাউন্টি ক্রিকেট ও অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে খেলার দিকে মনোনিবেশ করবেন তিনি।
এ নিয়ে ইনস্টাগ্রামে ওয়াগনার বলেন, ‘১৭ বছর আগে আমি নিউজিল্যান্ডে এসেছিলাম এবং ওটাগোর হয়ে এনডির (নর্দান ডিস্ট্রিক্ট) বিপক্ষে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম! আগামীকাল নিউজিল্যান্ডে ওটাগোর বিপক্ষে এনডির হয়ে খেলাটি আমার শেষ! বিদেশে যাওয়ার আগে কাউন্টি ক্রিকেট এবং পরবর্তী অভিযানে খেলতে যাব! আমি অত্যন্ত ভাগ্যবান যে এই দুইটি দুর্দান্ত অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করতে পেরেছি যারা আমাকে ব্ল্যাকক্যাপ হওয়ার এবং সর্বোচ্চ স্তরে খেলার প্ল্যাটফর্ম দিয়েছে! কিছু অসাধারণ স্মৃতি এবং বছরের পর বছর ধরে আমার সমস্ত বন্ধুদের এবং আমার পরিবারকে অসাধারণ ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই!’
ওয়াগনার ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত ২১১ ম্যাচে ৮৪১ উইকেট শিকার করেছেন। ইনিংসে পাঁচ উইকেট বা ততোধিক উইকেট পেয়েছেন ৩৬ বার। দশ উইকেট নিয়েছেন দুই বার।
২০২১ সালে নিউজিল্যান্ডকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন ওয়াগনার।