বিমানবন্দর থেকে সুবর্না মোস্তফা আটক
স্বদেশ বিদেশ রিপোর্ট: এক সময় তিনি ছিলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী। হুমায়ুন ফরিদীর সাথে জুটি বেঁধে ছিলেন আলোচনার শীর্ষে। পরবর্তীতে আগামী রাজনীতিতে অংশ নেন তিনি।
৫ ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর অনেকটাই গা ঢাকা দিয়েছিলেন এই আলোচিত শিল্পী সুবর্ণা মুস্তাফা। শনিবার রাতে ব্যাংককে চিকিৎসার জন্য যাবার পথে ঢাকার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। সুবর্ণা মুস্তাফার সঙ্গীত ছিলেন তারই স্বামী বদরুল আলম সৌদ। এই রিপোর্ট লেখা পর্যন্ত সুবর্ণা মুস্তাফা পুলিশি হেফাজতে রয়েছে।
