ডেস্ক রিপোর্ট:ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধতার দাবিতে আবারো রাজপথে বাংলাদেশীসহ বিদেশীরা। জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান, স্টে পারমিট নবায়নে দীর্ঘসূত্রিতার অবসানসহ নানা দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজধানীর রোমে।
ইতালিতে আসা অবৈধদের অবিলম্বে বৈধতার দাবি জানিয়ে বাংলাদেশী, ইতালীয়সহ বিভিন্ন দেশের নাগরিকরা রোববার রাজপথে নেমে আসে।ইতালিতে আন্দোলনের মধ্য দিয়ে বহুবার বৈধতার পথ উন্মুক্ত হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী রোমানো প্রদী,সিলভিও বের্লোসকনি ক্ষমতাসীন থাকাকালেও প্রবাসীরা রাজপথে আন্দোলন করে দাবি আদায় করেছিল।
রাজধানী রোমে বাংলাদেশীদের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিওতে সমাবেশ শেষে একটি বিক্ষোভ বের হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিয়াচ্ছা ভেনিসিয়া গিয়ে শেষ হয়।
সমাবেশ বাংলাদেশসহ বিভিন্ন দেশের নারী-পুরুষ এবং শিশুরাও অংশগ্রহণ করে। বিভিন্ন দাবিতে এই সমাবেশ থেকে মোহূর্মূহু স্লোগান দেয়া হয়।
এই বিক্ষোভে অংশগ্রহণ করেন ইতালির জাতীয় সংসদের মধ্য বামপন্থী সংসদ সদস্য আবু বাকার সোমাহুরু। মানবিক কারণে প্রবাসীদের দাবি মেনে নেয়ার আহবান ইতালীয়দেরও। ইতালির পার্লামেন্টের এই সংসদ সদস্য বলেন,অবৈধের বৈধতা পাবার মানবিক অধিকার রয়েছে। এছাড়া যে শিশুর জন্ম হবে
ইতালিতে তাকে নাগরিকত্ব দিতে হবে। ভিসার অনুমতি পাবার পর স্ব স্ব দেশ থেকে দ্রুত ইতালিতে প্রবেশের ভিসা দেওয়া উচিত।
বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি এবং ধূমকেতু
সোশ্যাল অর্গানাইজেশনের কর্ণধার নুর আলম সিদ্দিকী বাচ্য বলেন, ইতালিতে ৭ লাখেরও বেশি-বিদেশি অবৈধভাবে অবস্থান করছেন। এতে করে অল্প বেতনে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্ভব হচ্ছে। আমরা অবৈধদের বৈধকরণ ইস্টে পারমিট দ্রুত নবায়ন এবং বাংলাদেশ থেকে দ্রুত ভিসা প্রদানের দাবি জানাচ্ছি।
এক বিদেশিনী বলেন,
এখানে মানুষ আসে একটি নিশ্চিত জীবনের জন্য। নিজেদের ভবিষ্যৎ নির্মাণের জন্য তাদের অধিকার রয়েছে। এই অধিকারের গ্যারান্টি দিতে হবে।
অপর ইটালিয়ান তরুণী বলেন,
এই মেলোনি সরকার আমাদের দাবির ব্যাপারে কানে শোনে না। বিভিন্ন দেশের কমিউনিটির মানুষ আজ সোচ্চার হয়েছে। তাদের অধিকার আদায় করবেই
বাংলাদেশীরা আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ের অঙ্গীকার করে বলেন, অবশ্যই জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করা উচিত।
ইতালিতে প্রধানত ভূমধ্যসাগর পাড়ি দিয়েই বাংলাদেশিসহ বিদেশীরা অবৈধভাবে প্রবেশ করে। তবে ভিন্ন দেশ হয়ে সড়কপথেও আসে অনেকে। এছাড়া বিভিন্ন দেশের নাগরিকরা সিজনাল ভিসা কিংবা কৃষি বিষয়ে এসে সদস্য ফেরত না গিয়ে হয়ে যান অবৈধ।
গেল দুই বছরে শুধুমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়েই ইতালিতে এসেছে ৩৫ হাজারেরও বেশি বাংলাদেশি। বর্তমানে ইতালিতে ৭ লক্ষাধিক অবৈধ অভিবাসী রয়েছে বলে ধারণা ইমিগ্রেশন আন্দোলনের সাথে যুক্ত কর্মকর্তাদের।
