অবৈধদের বৈধতার দাবিতে রোববার পিয়াচ্ছা ভিত্তোরিওতে ভিক্ষোভ সমাবেশের ডাক

ডেস্ক রিপোর্ট : ইতালিতে প্রতিদিনই বাংলাদেশীসহ বিভিন্ন দেশের নাগরিকরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসছে ইতালিতে। তাদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশীও রয়েছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে গেল দুই বছরে ইতালিতে ৩৫ হাজারেরও বেশি বাংলাদেশি প্রবেশ করেছে শুধু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে।
এছাড়া অন্যান্য পথ এবং ভিন্ন দেশ থেকেও আসছে বাংলাদেশীরা। এ সকল অবৈধ অভিবাসীদের বৈধতার দাবিতে আবারো মাঠে নেমেছে বিভিন্ন সামাজিক এবং মানবিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো।
ইতালির কমিউনিটি নেতা, বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নুর আলম সিদ্দিকী বাচ্চুর নেতৃত্বাধীন সামাজিক সংগঠন “ধুমকেতুর”আহবানে এবং ইতালির বাংলাদেশি কমিউনিটির তত্ত্বাবধানে রোববার বেলা দুইটায় রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে অবৈধ অভিবাসীদের বৈধতার আন্দোলনকে এগিয়ে নেবার আহ্বান জানিয়েছেন, নুরে আলম সিদ্দিকী বাচ্চু।
বাংলাদেশী ছাড়াও ইতালীয় বিভিন্ন সংগঠন এবং অন্যান্য দেশের সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও রোববারের এই সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রবাসী বাংলাদেশীদের এই সমাবেশে উপস্থিত হবার বিশেষ অনুরোধ জানিয়েছেন জনাব বাচ্চু।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ