জার্মানির মিউনিখে অনুষ্ঠিতব্য ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর মিউনিখ সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘জেলেনস্কির সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা হবে। আমরা সবসময় যুদ্ধের বিরুদ্ধে। পৃথিবীতে শান্তি এবং স্থিতি বিরাজ করুক সেটাই আমরা চাই।’
ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-রাশিয়া সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কী-না জানতে চাইলে মন্ত্রী বলেন,‘জেলেনস্কির সাথে বৈঠকের প্রেক্ষিতে রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক হেরফের হওয়ার প্রশ্নই আসে না। রাশিয়া বাংলাদেশের অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ। তারা মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছিল। যুদ্ধের পর বাংলাদেশের পুনর্গঠনেও তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত উষ্ণ এবং ঐতিহাসিক।’
প্রধানমন্ত্রীর এই সফরে অংশ নেয়া বিশ্ব নেতৃবৃন্দের সাথে রোহিঙ্গা ইস্যু ও মিয়ানমারের অভন্ত্যরীণ সংঘাতের কারণে বাংলাদেশের নিরাপত্তাহীনতা নিয়েও আলোচনা হবে বলে জানান হাছান মাহমুদ।
তিনি বলেন, আমরা যেহেতু বিশ্ব ফোরামে যাচ্ছি, সেহেতু বিশ্ব নেতাদের কাছে মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশের অঞ্চলে যে নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে সেটি উত্থাপন করা হবে। পাশাপাশি মিয়ানমার থেকে বলপূর্বক উদ্বাস্তু হয়ে, যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, তাদের যাতে পূর্ণ নাগরিক অধিকার দিয়ে ফিরিয়ে নেয়া হয়, সেই প্রসঙ্গেও আলোচনা হবে।
প্রধানমন্ত্রীর এই সফরে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস’র সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে জার্মানিতে তৈরি পোশাক রফতানি বাড়ানো, দক্ষ বাংলাদেশী শ্রমিক পাঠানোর বিষয়ে উদ্যোগ নেয়া হবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ ইউরোপীয় নেতাদের সাথে প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলেও জানান হাছান মাহমুদ।
১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রওনা হবেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় নির্বাচনে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী।