ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট শিল্পপতি, সিটি গ্রুপ ও সাময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে বাংলা প্রেসক্লাব ইতালি গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছে গভীর সমবেদনা।
সোমবার ভোর ৪টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শিল্পপতি ফজলুর রহমান ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে তিন
মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সন্ধ্যায় বনানী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
বাংলা প্রেস ক্লাব ইতালির নেতা এন টিভি ইটালির ব্যুরো প্রধান আফজাল হোসেন রোমান এবং নিউজ২৪ এর ইতালি প্রতিনিধি এম ডি রিয়াজ হোসেন এক যৌথ বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। বাংলাদেশের শিল্প উন্নয়নে এবং সময় টিভি পরিচালনার ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে বলে মন্তব্য করেন এই দুই নেতা।
