্ডেস্ক রিপোর্ট: জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি, স্বদেশ পত্রিকার চেয়ারম্যান, ইতালির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ জসিম উদ্দিনকে ইতালি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে।
ইতালি আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আরিফ খান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতির মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে ইতালি আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জিএম কিবরিয়া, প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামীলীগের সভাপতি
মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে হাজী মোঃ জসিম উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি হিসাবে মনোনীত করা হয়।
উল্লেখ্য, ইতালি আওয়ামী লীগের বর্ণাঢ্য ত্রিবার্ষিক সম্মেলনের দুই বছরেরও বেশি সময় পর সিনিয়র সহ সভাপতি পদে এই মনোনয়ন দেয়া হলো।
হাজী মোঃ জসিম উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি মনোনয়ন দেয়য় ইতালির রাজধানী রোম এবং বিভিন্ন প্রদেশ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। জনাব জসিমকে পাঠানো
অভিনন্দন বার্তায় দলের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, আগামী দিনে এই পদে থেকে তিনি দলকে এগিয়ে নিতে সক্ষম হবেন এবং নেতাকর্মীদের মূল্যায়ন করে আগামী দিনে তার উপর অর্পিত দায়িত্ব পালনে সক্ষম হবেন। জনাব জসিম উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করার সংবাদে রাজধানী রোমে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ এবং উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের অনুপস্থিতিতে ইতালি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ইকবাল আহমেদ বাবু দায়িত্ব পালন করে যাবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সভাপতি ও সাধারণ সম্পাদক রোমে ফেরার পর স্বয়ংক্রিয়ভাবে হাজী মোঃ জসিম উদ্দিন এবং ইকবাল আহমেদ বাবু যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি এবং যুগ্মসাধারণ সম্পাদক পদে ফিরে যাবেন।
