ডেস্ক রিপোর্ট:কাউন্সিলরদের ভোটে নির্বাচিত বৃহত্তর ঢাকা সমিতি, ইটালির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনিকে সম্পূর্ণ অগঠনতান্ত্রিকভাবে এবং আর্থিক সুবিধা নিয়ে পরাজিত দেখানো হয়েছে উল্লেখ করে এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই কথিত নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। রোমে আয়োজিত এক জনাকীর্ণ
সাংবাদিক সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নুর আলম সিদ্দিকী বাচ্চু। সাংবাদিক সম্মেলনে বৃহত্তর ঢাকার সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন বলেও জানান তিনি
সাংবাদিক সম্মেলনে বৃহত্তর ঢাকার কৃতি সন্তান হাসান ইকবাল, বজলুর রহমান, জুবায়ের আহমেদ রিপন,মাহে আলম শ্যামল এলিন আহমেদ মিঠু, আমিনুল ইসলামসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন ।
সাজানো, নিয়ম বহির্ভূত এবং ষড়যন্ত্রমূলক এই কর্মকান্ডের
অভিযোগে বৃহত্তর ঢাকা সমিতির আহবায়ক মোঃ সেলিমকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন রনি।
চলতি সপ্তাহের মধ্যে উদ্ভূত পরিস্থিতির সম্মানজনক সমাধান না হলে ঢাকাবাসিকে নিয়ে ঐক্যবদ্ধ বৃহত্তর ঢাকা সমিতি গঠন করা হতে পারে বলে জানা গেছে। বিস্তারিত আসছে,,,,
