ডেস্ক রিপোর্ট:বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজেদুল হোসেন দীপু চৌধুরী শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
মায়া চৌধুরীর বড় ছেলে দীপু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ছিলেন। ইতালি আওয়ামীলীগ নেতা মীর আবুল বাসার মালত জানিয়েছেন, ইটালি আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের শোকবার্তায় বলেছেন, মরহুম দিপু চৌধুরীর মৃত্যুতে আওয়ামী রাজনীতিতে একজন উদীয়মান দক্ষ সংগঠককে হারালো। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে ক্ষতি সাধিত হয়েছে। তারা আশা প্রকাশ করে বলেন, মহান আল্লাহ পাক যেন মরহুমকে বেহেস্ত নসিব করেন।
