ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে ইতালি আওয়ামীলীগ। সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান ইকবাল এক বিবৃতিতে প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন।
সেই সাথে ইতালি আওয়ামীলীগের এই দুই শীর্ষ নেতা আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে দলীয় প্রধান শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেছেন, দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং মৌলবাদী শক্তিকে পরাজিত করার লক্ষ্য নিয়েই দেশে-বিদেশে আমাদের কাজ করে যেতে হবে।
এই সময় অত্যন্ত কঠিন সময় উল্লেখ করে ফরাজি- হাসান বলেন, দেশের বিরুদ্ধে দেশী-বিদেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি-জামাতসহ ওই ষড়যন্ত্রকারীরা নানা ধরনের অপতৎপরতা চালাতে পারে। সেদিকে কঠোর নজরদারি করার আহ্বান জানান দলীয় নেতাকর্মীদের প্রতি। আগামী নির্বাচনের আগে যে যার মত সুযোগ করে বাংলাদেশে গিয়ে শেখ হাসিনার পক্ষে প্রচারণা চালানোর অনুরোধ জানান এই দুই নেতা।
সেই সাথে তারা আওয়ামীলীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসন্ন নির্বাচন নিয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
ইতালি রাজধানীর রোমে ইতালি আওয়ামীলীগ তফসিল ঘোষণার পরপরই দলীয় নেতাকর্মীদের নিয়ে আনন্দ উল্লাস করেন দলের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
