ডেস্ক রিপোর্ট: বৃহত্তর শরিয়তপুরের কৃতি সন্তান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অকুতোভয় সৈনিক সাত্তার মাতবর দলের সাধারণ সম্পাদক হাসান ইকবালের হাতে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানান।
ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, দলকে ঐক্যবদ্ধ এবং দলের প্রসার ঘটাতে ইতালি
আওয়ামীলীগ বদ্ধপরিকর। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। সাত্তার মাতবর ইটালির আওয়ামীলীগের সহসভাপতি নির্বাচিত হওয়ায় দলের তৃণমূল নেতাকর্মীরা দারুন খুশি বলে জানান তারা।
দলের নেতারা জানান, সাত্তার মাদবরকে ইতালি আওয়ামীলীগের সহ-সভাপতি মনোনয়ন দিয়ে সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান ইকবাল বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তাদের নেতৃত্বে এই সহ-সভাপতি সত্তার মাদবর দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলেও তাদের বিশ্বাস।
