শেখ রাসেলের জন্মদিনে ফরাজী–হাসান: ১৫ ই আগস্টের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে শাস্তি দিন

ডেস্ক রিপোর্ট :ইতালিতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা ১৫ই আগস্ট এর পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।রাজধানী রোমের একটি হলরুমে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে সর্বনিরোপিয়ান শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। সাংগঠনের যুগ্ম সম্পাদক শাহীন বেপারীর সভাপতি কে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জালাল হালদারের পরিচালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। আলোচনা সভায় বক্তারা পলাতক খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে শাস্তি কার্যকরের দাবি জানানঅনুষ্ঠানে ইতালি আওয়ামীলীগের সিনিয়র নেতা হাবিব চৌধুরী, হাদিউল ইসলাম হাদী, জামাল মোক্তার, মান্নান মাতবর, হাবিব মগদম ,বাবু ঢা্লী, শেখ মামুন, নায়না আহমেদ, শামীমা আক্তার পপিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।শেষে শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ