ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের আজ জন্ম দিন। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাল রাত্রিতে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সাথে
শেখার রাসেলকেও ঘাতকদের হাতে প্রাণ দিতে হয়। শহীদ শেষ রাসেলের জন্মদিনে ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান
ইকবাল গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তৎকালীন শিশুর রাসেলের হত্যাকে একটি বর্বরীচরিত এবং নৃশংস বলে উল্লেখ করেন এই দুই নেতা। তারা শহীদ রাসেলের রুহের মাগফেরাত কামনা করেন।
এদিকে আজ রাত ৮ টায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে সর্ব ইউরোপিয়ান শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রোমের সুন্দরবন রেস্টুরেন্টের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী এবং প্রধান বক্তা থাকবেন দলের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বেপারীর সভাপতিত্বে এই আলোচনা সভা পরিচালনা করবেন অপর যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জালাল হালদার।
শেখ রাসেলের জন্মদিনের এই আলোচনা সভায় ইতালি আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবেন।
