ডেস্ক রিপোর্ট: রোববার ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টা আওয়ামী লীগেরর ত্রিবার্ষিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান বিশেষ অতিথি থাকবেন।বর্ণাঢ্য
আয়োজনে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশ থেকে দলীয় নেতারা অংশ নেবেন। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে প্রতিনিধি দল রোববার মাল্টা যাচ্ছেন। এই প্রতিনিধি দলে ইতালির আওয়ামীলীগ নেতা হাবিব চৌধুরী, রোম মহানগর আওয়ামী লীগের
সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকসী এবং নারী নেত্রী শামীমা পপিও রয়েছেন। রোববার সকাল সাড়ে সাতটায় তারা রোম থেকে মালটার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সম্মেলন শেষ করে সোমবার সন্ধ্যায় তাদের ইতালিতে ফিরে আসার কথা রয়েছে।
