ডেস্ক রিপোর্ট: সোমবার লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনায় ইটালি আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও
সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। ইংল্যান্ড আওয়ামীলীগ আয়োজিত এই নাগরিক সংবর্ধনায় ইউরোপের অন্যান্য দেশ থেকেও দলীয় নেতাকর্মীরা যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছ থেকে দেখে দারুন খুশি ইতালি
আওয়ামী লীগের নেতাকর্মীরা। লন্ডনে অবস্থানরত ইতালি আওয়ামী লীগের নেতারা ছাড়াও বিপুল সংখ্যক দলীয় কর্মীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে নৌকায় ভোট দেবার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। যাদের সুযোগ থাকবে তাদেরকে নির্বাচনের সময় বাংলাদেশের যাবারও নির্দেশনা দেন দলীয় প্রধান।
ইটালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক ইকবাল বলেন, নেত্রীর সংবর্ধনায় যোগ দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আগামী দিনে ইতালি আওয়ামীলীগকে আরো শক্তিশালী করে আসন্ন নির্বাচনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করারও অঙ্গীকার করেন এই দুই নেতা।
