বিশেষ প্রতিনিধি: ইতালির আনকোনা রিজনে মার্কে আওয়ামীলীগ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদযাপন করেছে। স্থানীয় একটি হলে আয়োজিত জন্মদিনের এ অনুষ্ঠানে আনকনা রিজনে মার্কে আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন
খানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাসী।
তিনি বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করার জন্য প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।জামাত বিএনপি’র অপপ্রচার প্রতিরোধে দলীয় কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখারও অনুরোধ জানান তিনি। এই অনুষ্ঠানে কোরবান আলীকে
আনকোনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করা হয় এবং শিগগির ই সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ
কমিটির গঠন করা হবে বলে জানানো হয়। বক্তারা ইটালি আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ লইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালার নেতৃত্বে দলকে আরো সংগটিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আনকোনা রিজনে মার্কে আওয়ামীলীগের সহ-সভাপতি আলমদার মাতুব্বর, দেলোয়ার মাতুব্বর, লিটন খান, ইউসুফ বেপারি, লুতফুর রহমান, লিপু মোড়ল,দানিয়েল মোল্লা, দপ্তর সম্পাদক নান্নু ফকির, আন্তর্জাতিক সম্পাদক সরোয়ার হোসেন,কোষাধ্যক্ষ কামাল হোসেন, সদস্য নজরুল মিয়া।
অনুষ্ঠানে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
