গাজীপুর মহানগরীর ভোগড়া পেয়ারাবাগান এলাকা থেকে মঙ্গলবার বিকালে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে।
নিহত বকুল হোসেন (১৫) রংপুরের মিঠাপুকুর থানার হরবাদপুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, কিশোর বকুলের পিতা গাজীপুর মহানগরের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় বসবাস করে রিকশা চালান। তার ছেলে বকুল রোববার বিকালে খেলতে বের হয়ে আর বাসায় ফেরেনি। মঙ্গলবার দুপুরে ওই এলাকায় পরিত্যক্ত একটি ঘরে জমে থাকা পানিতে লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বাসন থানা পুলিশ মঙ্গলবার বিকাল ৩টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে ওই কিশোরের দাদি সখিনা বেগম মরদেহটি বকুলের বলে শনাক্ত করে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সখিনা বেগম জানান, গত রোববার স্থানীয় একটি মাঠে খেলা করার সময় সমবয়সি কয়েকজনের সঙ্গে বকুলের ঝগড়া বিবাদ হয়। ওই রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার জাহান জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে ওই কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার চোখে আঘাতের চিহ্ন রয়েছে এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।