‘বাংলাদেশ নিয়ে নাক গলাবেন না, রমিম হত্যার বিচার করুন’

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে বাংলাদেশি শিক্ষার্থী ইয়াজউদ্দিন রমিম হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন একদল নাগরিক। সোমবার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এক কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। কর্মসূচিতে বক্তারা যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ নিয়ে নাক না গলিয়ে নিজের দেশের মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মসূচিতে অংশ নেন দুই শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে বক্তব্য দেন- সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আশরাফ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট মশিউর রহমান, ছাত্রনেতা মুন্সি আরিফ হোসেন প্রমুখ।

মানববন্ধনে অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, যেখানে (যুক্তরাষ্ট্রে) বীর মুক্তিযোদ্ধার সন্তান দুর্বৃত্তদের গুলিতে খুন হন তাদের মুখে মানবতার কথা, গণতন্ত্রের কথা মানায় না। আপনারা নিজেদের মানবাধিকার ঠিক রাখতে পারেন না, বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে? আমরা ইয়াজউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনার সুরাহা চাই। এর বিচার চাই।

আসাদুজ্জামান আসাদ বলেন, টিকটকার হিরো আলমের জন্য জাতিসংঘের অফিসিয়াল পেজ থেকে বিবৃতি আসে; অথচ আমার ভাই মরল কোনো বিবৃতি নেই। আসলে যখনই কোনো দেশ ভালো থাকে, আপনাদের ভালো লাগে না। যুক্তরাষ্ট্রকে বলছি- নিজের চরকায় তেল দিন, বাংলাদেশের বিষয়ে নাক গলাবেন না। আমার ভাইয়ের খুনিদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনুন।

মুন্সি আরিফ হোসেন বলেন, আমেরিকা বিভিন্ন দেশে মানবাধিকার ফেরি করে বেড়ায়। তাদের দেশে পড়তে গিয়ে আমাদের ইয়াজউদ্দিন নৃশংসতার শিকার হলো। অথচ দায় স্বীকার তো দূরের কথা, এ নিয়ে কোনো কথাই দেখলাম না। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি হত্যায় জড়িত দুর্বৃত্তদের বিচার দাবি করছি। ক্ষতিপূরণ দাবি করছি।

বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘনের ধোয়া তোলা যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে আমার দেশের এক তরুণকে খুন করা হয়েছে। আমরা ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বলব- রমিমের পরিবারকে যৌক্তিক আর্থিক সহায়তার ব্যবস্থা করুন। তার পরিবারের কাছে ক্ষমা চান। আর বাংলাদেশ নিয়ে অযাচিত নাক গলানো বন্ধ করুন। তা না হলে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে।

জানা গেছে, মিসৌরির সেন্ট লুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে স্থানীয় সময় ১৮ জুলাই সকালে একটি গ্যাস স্টেশনে ইয়াজউদ্দিন রমিমকে গুলি করে হত্যা করা হয়। ২২ বছর বয়সি ওই শিক্ষার্থীর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভালুকিয়া গ্রামে। রমিম মৃত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ছেলে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ