জায়েদ খানকে বয়কটের ঘোষণা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন।

শনিবার এফডিসিতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ১৮টি সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের পক্ষ থেকে জায়েদ খানকে বয়কট করা হয়েছে।

১৮ সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা জায়েদ খানের সঙ্গে কোনো সিনেমা করবে না। পরবর্তী ঘোষণা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

১৮ সংগঠনের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ছাড়া প্রযোজক সমিতি, পরিচালক সমিতিসহ এফডিসির প্রায় সব সংগঠনই রয়েছে।

শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় বারের মতো শপথগ্রহণ করেছেন জায়েদ খান; তার পরদিনই তাকে বয়কটের ঘোষণা এল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ