ম্যাচ ও সিরিজ সেরা সাকিব

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজ জয়ে বড় অবদান রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের অলরাউন্ড নৈপূন্যে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

এর আগে ২০১৮ সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হারে ৩-০ ব্যবধানে।

গত বছর মিরপুরে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ড্র হয়।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায় ১৭ ওভারে ১১৬ রান করে আফগানরা।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১১৯ রান। দলের জয়ে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার লিটন কুমার দাস ও আফিফ হোসেন। উদ্বোধনীতে তারা গড়েন ৬৭ রানের জুটি।

এরপর মাত্র ৯ রানের ব্যবধানে বাংলাদেশ হারায় ৩ উইকেট। তবে তাওহিদ হৃদয় এবং সাকিব আল হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ।

এই জয়ে দুই ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। দলের জয়ে বল হাতে ২ উইকেট আর ব্যাট হাতে অপরাজিত ১৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন সাকিব।

এর আগে শুক্রবার প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৪ রান করে আফগানরা। টার্গেট তাড়ায় ১ বল হাতে রেখে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ।

দুই ম্যাচে ব্যাট হাতে ৩৫ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৪ উইকেট শিকার করেন সাকিব। শুধু তাই নয়, অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হিসেবে যোগ্যতার প্রমাণ রেখে সিরিজ সেরা হন সাকিব।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ