ডেস্ক রিপোর্ট: ইতালি প্রবাসী বাংলাদেশীদের যে কয়টি প্রতিষ্ঠান আইনি সহায়তা করে আসছে তাদের মধ্যে পুরনো এবং বিশ্বস্ত
প্রতিষ্ঠান “সার্ভিস ইতালিয়া”বাংলাদেশীদের প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশীদের
নাগরিকত্বের আবেদন এবং সোজর্ন এর ফরম পুরণসহ অন্যান্য সমস্যা সমাধানের পাশাপাশি তাদেরকে সহায়তা করে
যাচ্ছে। ইমিগ্রেশন ও আইনি সহায়তার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সার্ভিস ইতালিতে কাফ পাত্রোনাতো নিয়ে এক বিশেষ
আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিন্দাকালে আন্দ্রেয়া,
পিয়েত্রো, ইনু, আলেস্সিও, সার্ভিস ইতালির কর্ণধার মোহাম্মদ মনির, তাসলিমা বেগম ও জুলিয়া উপস্থিত। এই বিশেষ আলোচনায় প্রবাসীদের
আইনি জটিলতা সহজে সমাধানের লক্ষ্যে সার্ভিস ইতালি কাজ করে যাবে বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ মনিরা জানান, তারা প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের ব্যবস্থা করে থাকেন। আইনের অধীনে এই কাজগুলো করে থাকেন বলো জানান জনাব মনির।(3886974794)
