ডেস্ক রিপোর্ট: ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং মানবাধিকার কর্মী মোজাম্মেল হোসেন মোল্লার নেতৃত্বাধীন মানবাধিকার অর্গানাইজেশন “মেঘদূত”প্রবাসীদের
সমাজসেবার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও করে থাকে। দেশি বিদেশে বহু মানুষের কল্যাণ সাধন করে প্রতিষ্ঠানটি এখন একটি পরিচিত নাম হিসেবে সমাদৃত। বিশেষ করে মোজাম্মেল হোসেন মোল্লার কর্মকান্ড, ভূমিকা এবং অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধের কারণে মেঘদূতের পাশাপাশি তিনিও ইতালিতে সুনাম করিয়েছেন।
আজ রোববার মেঘদুত আয়োজন করেছে আনন্দ ভ্রমণের। রাজধানীর রোম থেকে গাড়ি নিয়ে তারা প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানে ছুটেছেন। সেখানে প্রবাসীদের
পরিবার শিশু এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে দিনভর নির্মল বিনোদনের ব্যবস্থা করেছেন। তাদের সাথে রয়েছেন নারী শক্তি সংগঠনের সভানেত্রী সুমি তাহের,সাংবাদিক আফজাল হোসেন রোমান এবং মঞ্জুর মালিকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। আজ সন্ধ্যায় তারা ফিরে আসবেন।
