্মাকসুদ রহমান,ভেনিস থেকে:বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতালির ভেনিস শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। আবদুল আজিজ সেলিম সভাপতি এবং সমশের আকবির পলাশ কে সাধারণ সম্পাদক করে ১৪১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।
অপেক্ষার পহর শেষ করে ইতালির
গুরত্বপূর্ন পর্যটন নগরী ভেনিস বিএনপি’র নতুন কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে । সম্প্রতি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউকে প্রবাসী মাহিদুর রহমান ও ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিনের ভেনিস সফর কালে, স্থানীয় নেতাকর্মীরা নতুন কমিটি ঘোষনার জন্য জোর দাবি জানান।
চলতি বছরের শেষে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।এ অবস্থায় দেশ- বিদেশের জাতীয়তাবাদী সকল শক্তির কমিটিকে আরো বেশি সক্রিয় করার লক্ষ্যে,ভেনিসসহ বিশ্বময় বিএনপির নতুন কমিটিকে অনুমোদন দেওয়া হচ্ছে।
ইতালি বিএনপির সভাপতি মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং সাধারণ সম্পাকদক ঢালি নাসির উদ্দিন স্বাক্ষরীত এক পত্রের মাধ্যমে ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এই কমিটিতে আরো আছেন জেষ্ঠ্য সহসভাপতি জব্বার মাঝি, জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক আরফান মাস্টার । সেই সঙ্গে দক্ষ সংগঠক ইব্রাহীম সরদারকে সাংগঠনিক সম্পাদকের দায়ীত্ব দেওয়া হয়েছে ।
একই সাথে ভেনিসের জনপ্রিয় ব্যক্তিত্ব শামীম দেওয়ানকে প্রধান উপদেষ্টা করে ১৬ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
ইতাল বিএনপির নেতৃবৃন্দ আশা করেন, আজিজ-পলাশের নেতৃত্বে ভেনিস বিএনপি আরো বেশি শক্তিশালী হবে এবং দেশের চলমান রাজনীতিতে সক্রিয় সর্বোচ্চ ভূমিকা রাখবে। ভেনিস বিএনপির নতুন কমিটি দেশপ্রেমিক প্রবাসীদের সংগঠিত করবে গণতন্ত্রের পক্ষে। বাংলাদেশে গণতন্ত্র পূণরুদ্ধার এবং মানবাধিকার রক্ষায় উজ্জল ভূমিকা রাখবে এই কমিটি।
আবদুল আজিজ সেলিম এবং সমশের আকবির পলাশ ভেনিস বিএনপির নেতা নির্বাচিত হওয়ায় ভেনিস বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও ইতালি বিএনপিসহ স্থানীয় জাতীয়তাবাদী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা, দেশনেত্রী খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।
নতুন সভাপতি আবদুল আজিজ সেলিম বলেন, ফ্যাসিবাদি সরকারের বিদায় ঘন্টা বেঁজে গেছে। সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা যে কোনো সময়ে মুখ থুবড়ে পড়বে। সুতরাং ২ হাজার ২৪ সাল হবে দেশপ্রেমিক গণতন্ত্র প্রিয় জাতীয়তাবাদী জনতার বাংলাদেশ।
ভেনিস বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আজিজ-পলাশ ফের নির্বাচিত হওয়ায় ভেনিসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক এবং রাজনৈতিক সংগঠন অভিন্দন জানিয়েছেন।
