ভেনিস থেকে মাকসুদ রহমান:সাগরে ভাসমান ইতালির পর্যটন নগরী ভেনিসে গেল রোববার সন্ধ্যায় ঢাকা বিরিয়ানী হাউজের হল রোমে, বিশিষ্ট সাংবাদিক, সময় টিভির ইতালি
প্রতিনিধি মাকসুদ রহমান ও দক্ষ সংগঠক মমিনুল ইসলামের প্রাণবন্ত সন্চালনায় এবং বৃহত্তর কুমিল্লার বি বাড়িয়া জেলার প্রবীন প্রবাসী আনিসুর রহমানের সভাপতিত্বে সভার কার্যক্রম
শুরু হয়।এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সফল ব্যবসায়ী নিয়ামেল চৌধুরী। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ভেনিসের সু পরিচিত মুখ ও সফল ব্যবসায়ী, বেলাল হোসেন।
বক্তব্য রাখেন ইকবাল হোসেন, আশরাফ পাটোয়ারী, উজ্জল ভূঁইয়া,মোখলেছ সরকারসহ আরো অনেকে।
সভাপতি আসন গ্রহণ করার পর, সম্মেলন প্রস্তুতি কমিটির নয় সদস্য
বেলাল হোসেনের নেতৃত্বে মন্চে উঠে আসেন।প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বেলাল
হোসেন, কুদ্দুস চৌধুরী, ইকবাল হোসেন, নিয়ামেল চৌধুরী, মাহবুবুর রহমান, সালাউদ্দিন আহমেদ, আরিফুর রহমান,সোহাগ পাঠান, ফারুক আহমেদ, মাকসুদ রহমান,উজ্জল ভূঁইয়া, সেলিম আহাম্মেদ, আশরাফ পাটোয়ারী, আলমগীর হোসেন,হোসেন পাটোয়ারী, জয়নাল আবেদিন,জালাল খন্দকার ও একরাম হোসেন প্রমুখ।
সভায় উপস্থিত তিনশতাধিক বৃহত্তর কুমিল্লার ভেনিস প্রবাসীর উপস্থিতে নয় সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটির সারবা সম্মত সিদ্ধান্তে “ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি, ইতালির” আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশের ঐতিহ্যবাহী ও রেমিটেন্সে প্রথম সারির বৃহত্তর কুমিল্লা জেলার একঝাঁক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের বসবাস ইতালির ভেনিসে।নবগঠিত ‘ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির নব-নির্বাচিত কর্মকর্তা ও সদস্যরা হলেন:
বিশিষ্ট ব্যবসায়ী জনাব কুদ্দুস চৌধুরী সভাপতি ও
বিশিষ্ট ব্যবসায়ী জনাব সফিক গাজী সিনিয়র সহ-সভাপতি,
ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক ও মোঃ ফারুক আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক,মো. ইউসূফ পাঠান সাংগঠনিক সম্পাদক,
মাহবুবুর রহমান অর্থ সম্পাদক,
জিল্লাল মিয়া দপ্তর সম্পাদক,
ও মো.মাসুদ রানা প্রচার সম্পাদক, সকলের মতামতের ভিত্তিতে উপরোক্ত ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যবৃন্দ ও সম্মেলনে প্রস্তুতি কমিটির নয় সদস্যের সঙ্গে মিলে অচিরেই ১৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
সবশেষ চূড়ান্ত পর্যায়ে বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা,বি-বাড়িয়া ও চাঁদপুর) জেলার গ্রহনযোগ্য-অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ উপদেষ্টা কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন নেতৃবৃন্দ।
