অন্তত ৫০০ শিশুর প্রাণ কেড়ে নিয়েছে ইউক্রেন যুদ্ধ

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরুর পর এ পর্যন্ত ৪৮৪ শিশুর প্রাণ কেড়ে নিয়েছে ইউক্রেন যুদ্ধ। আর এতে আহত হয়েছে প্রায় ৯৯২ জন। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দপ্তর এ তথ্য দিয়েছে। খবর সিএনএনের।

আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার এ তথ্য জানায় ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দপ্তর।

প্রসিকিউটর জেনারেলের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে- ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত শিশুদের ওপর আক্রমণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি, অপহরণ, হত্যা ও যৌন সহিংসতায় ২ হাজার ৯০০টি অপরাধ নথিভুক্ত হয়েছে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়, রাশিয়ার হামলায় ইউক্রেনের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আর আড়াই হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে আরও বলা হয়, ১৯ হাজার ৫০০ এর বেশি ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক রাশিয়া বা অস্থায়ীভাবে অধিকৃত অঞ্চলে ফেরত পাঠানো হয়েছে। ধারণা করা হয়েছে, এ সংখ্যা আরও বেশি হতে পারে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ