পাকিস্তানের প্রস্তাবে রাজি না বাংলাদেশ

সেপ্টেম্বরে পাকিস্তানের মাঠে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা; কিন্তু ভারত আগেই জানিয়ে রেখেছে তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না।

ভারতের এমন ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ‘হাইব্রিড মডেল’ হিসেবে ভারতের খেলাগুলো নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার প্রস্তাব দেয়।

কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে দেওয়া সেই প্রস্তাবে বিরোধিতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলংকা ক্রিকেটা বোর্ড (এসএলসি)।

মঙ্গলবার দুবাইয়ে এশিয়া কাপের আয়োজন নিয়ে এসিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে পিসিবি। সেখানেই সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি এবং এসএলসি।

এ ব্যাপারে লংকান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা বলেন, আমরা এসিসিকে চিঠি দিয়ে বলেছি যে, আমরা হাইব্রিড মডেলের বিরুদ্ধে। এর বাইরে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বছরের সেই সময়ে সংযুক্ত আরব আমিরাতে অনেক গরম থাকে।

মোহন ডি সিলভা আরও বলেন, যদি শ্রীলংকায় এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব আসে, আমরা তা গ্রহণ করব। পাকিস্তান আসরের অফিসিয়াল আয়োজক থাকবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ