লতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন কুমার দাসের।
কিন্তু আয়ারল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে সিরিজ থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও আইপিএল খেলতে যেতে পারেননি সাকিব। তার পরিবর্তে ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়কে দলে নিয়েছে কেকেআর।
তবে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে চলমান টেস্টে শেষে আইপিএলে যোগ দেওয়ার কথা রয়েছ তারকা ওপেনার লিটন কুমার দাসের। তাকে ছাড়াই চলতি আইপিএলে আজ প্রথম ম্যাচ খেলতে নেমেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি।
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।