বকুল খান,ইউরোপের সকল সাংবাদিকদের কাছে একটি পরিচিত নাম। খুব সুন্দর ব্যবহার আর কাজের মধ্য দিয়ে তিনি নিজেকে তুলে ধরেছেন সাংবাদিক সমাজের কাছে।
ইউরোপের একটি বড় সাংবাদিক সাংগঠনের সাধারণ সম্পাদক তিনি। পাশাপাশি ঢাকার একটি জাতীয় টেলিভিশনের স্পেন প্রতিনিধি হিসেবে কাজ করছেন। লন্ডন ভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলেরও তিনি স্পেন প্রতিনিধ।
তার অমায়িক ব্যবহার মুগ্ধ করেছে সকল সাংবাদিককে। তিনি যে সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, ওই সংগঠনের অধিকাংশ সদস্য ও কর্মকর্তা চান সংগঠনের শীর্ষ পদে আসুক তিনি। তবে কিছু মোটা মোটা নেতাও ঐ পদে আগ্রহী। কথায় আছে ‘মোটা হইলেই দারোগা হয় না।’ দেখা যাক, সুশীল সাংবাদিক সমাজ বকুল খানকে কিভাবে বরণ করে নেয়?
