কুমিল্লায় এতিমখানার শিশুদের নিয়ে শিক্ষা সফর

কুমিল্লা প্রতিনিধি: ইতালি প্রবাসী সাংবাদিক, সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি মাকসুদ রহমান শিশুদের নিয়ে এক অসাধারণ শিক্ষার সফর ও
বিনোদন মূলক অনুষ্ঠানে
অংশগ্রহণ করে বেশ আনন্দিত। জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের প্রায় ৫০ বছরের পুরনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান “ফতেহাবাদ মদিনাতুল উলূম নূর হাফেজিয়া
মাদ্রাসা,বাইতুল মামূর কেন্দ্রীয় জামে মসজিদ ও নূরানী মাদ্রাসা এবং এতিম খানা কমপ্লেক্স”।
ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে যা শুধু নূরানী তৃতীয় শ্রেনী ও হেফজ খানার ক্ষেত্রে উপজেলার মধ্যে সংখ্যায় সর্বাধিক ।
শিক্ষকদের প্রচেষ্টায়,কার্যকরী কমিটির আন্তরিকতায় এবং এলাকার কয়েক জনের উদার সহায়তায় শুধু এতিম খানার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আয়োজন করা হয় এই শিক্ষা সফর ও বিনোদন মূলক অনুষ্ঠান।এতিমখানার হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকবৃন্দ ও কয়েকজন শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ৫৪ জনের দলটি শিক্ষা সফরের অংশ হিসেবে হাজার বছরের পুরানো দেশের ঐতিহাসিক নিদর্শন
ময়নামতি শালবন বিহার দর্শন করে।সেই সঙ্গে বিনোদনের জন্য নির্ধারিত ছিল কুমিল্লার কোট বাড়িতে অবস্থিত ব্যক্তি মালিকানায় পরিচালিত দেশের অসাধারন সৌন্দর্যের “ মেজিক প্যারাডাইজ পার্ক”যেখানে প্রতি জনের প্রবেশ মূল্য ৬০০ টাকা করে।
সমাজে বেড়ে উঠা সুবিধা বঞ্চিত এতিম শিশুদের জন্য শিক্ষা সফর ও বিনোদন ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, কার্যকরী কমিটি সহ বিশেষ করে সাধারন সম্পাদক কাজী সাইফুল ইসলাম (মিঠু মুন্সী) এবং এলাকাবাসীর মধ্যে যারা জড়িত সকলকে সাংবাদিক মাকসুদ রহমান ধন্যবাদ জানান। এমন অসাধারন কর্মসূচিতে যুক্ত থাকতে পেরে,
ঐ প্রতিষ্ঠানর বর্তমান সভাপতি হিসেবে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি বলে জানান জনাব মাকসুদ এবং আগামীতে সকলকে সঙ্গে নিয়ে বড় পরিসরে এমন আয়োজনের আশা প্রকাশ করেন তিনি।
জনাব মাকসুদ বলেন,সেই সঙ্গে অনুরোধ করব দেশের ভিত্তবানদের নিজ নিজ এলাকার সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের জন্য খাদ্য, শিক্ষা ও বিনোদনের আয়োজনে এগিয়ে আসতে।কারন সমাজের সব শ্রেনী এগিয়ে এলে উন্নত হবে দেশ ও জাতি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ