ডেস্ক রিপোর্ট: মানব সেবা, সামাজিক কর্মকান্ড এবং ধর্মীয় দিবসগুলো উদযাপনের মধ্য দিয়ে ইতালি প্রবাসী বাংলাদেশীদের মন জয় করে নিয়েছে জালালাবাদ এসোসিয়েশন ইতালি। আসন্ন রমজান এবং ঈদ পুনর্মিলনী উদযাপনে সংগঠনের করণীয় নির্ধারণ করতে একমত বিনিময় সভার আয়োজন করেছে সংগঠনটি। আগামী ১৩ই মার্চ সোমবার রাত ৮ টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে রোমের
তরপিনাত্তারার রসুই রেস্টুরেন্টে।
জালালাবাদ এসোসিয়েশন, ইতালির সভাপতি
সাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক জামিল উদ্দিন এই মত বিনিময় সভায় সিলেটের সকল প্রবাসীকে উপস্থিত হবার অনুরোধ জানিয়েছেন। তারা সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকারও অনুরোধ জানান। বলেন, সামাজিক কর্মকান্ডার মধ্য দিয়ে জালালাবাদ এসোসিয়েশনের বিস্তার ঘটিয়ে প্রবাসীদের সেবা করাই হবে আমাদের মূল লক্ষ্য।
