ডেস্ক রিপোর্ট: ইউরোপের বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় এন টি ভি ইটালির ব্যুরো প্রধান আফজাল হোসেন রোমানকে “মেঘদুত” সংবর্ধনা দেবে । আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় তরপিনাত্তারাস্থ রসই রেষ্টুরেন্টের হল রুমেঅনুষ্ঠিত হবে এই সংবর্ধনা।”মেঘদূত” এর আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মানিকগঞ্জের কৃতি সন্তান,বিশিষ্ট শিল্পপতি
ওয়ান পিচ লেদার প্রডাক্টস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃচুন্নু মিয়া। এই সংবাদ জানায় মেঘ দূত এর কর্ণধার মোজাম্মেল হোসেন মোল্লা সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
