ডেস্ক রিপোর্ট: ইতালি তথা ইউরোপের আলোচিত সাংবাদিক আফজাল হোসেন রোমান এনটিভি ইউরোপের বার্ষিক কনফারেন্সে ইউরোপের বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন। বর্ষসেরা ইতালির এই বিশিষ্ট সাংবাদিকের স্বীকৃতিতে ইতালির বিভিন্ন মহল
থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।২০১২ সালে গাজীপুরের এই কৃতি সন্তান ইতালীতে আসেন।২০২০ সালের ১৩ই আগস্ট তিনি এনটিভিতে ইতালি প্রতিনিধি
হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ইতালির সর্বোচ্চ ছড়িয়ে পড়ে। প্রশংসা পেতে থাকেন বিভিন্ন মহল থেকে। তার এই দক্ষতা এবং যোগ্যতার স্বীকৃতি স্বরূপ তিনি ইতালি প্রতিনিধি থেকে ইতালির ব্যুরো প্রধান হিসেবে পদোন্নতি লাভ করেন। সোমবার এনটিভি ইউরোপের প্রধান কার্য্যালয়ে অনুষ্ঠিত
এনটিভি ইউরোপের বার্ষিক প্রতিনিধি সম্মেলনে তার এই স্বীকৃতির কথা ঘোষণা করেন প্রতিষ্ঠানের সিইও সাবরিনা হোসাইন। জনাব রোমানের এই স্বীকৃতিতে কনফারেন্সে অংশগ্রহণকারী ইউরোপের বিভিন্ন দেশের সাংবাদিকরাও তাকে অভিনন্দন জানান।
এদিকে ইতালির সাংবাদিক পরিবার আফজাল হোসেনের এই স্বীকৃতিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
করোনা কালে গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করে রোমান প্রবাসী বাংলাদেশীদের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং আঞ্চলিক সংগঠনগুলোর অনুষ্ঠান প্রচার ছাড়াও রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেছেন এনটিভি ইউরোপের পর্দায়। ইতালির সাংবাদিক পরিবার আয়োজিত সিইও সাবরিনা হোসাইনের সংবর্ধনায় জনাব রোমানের গুরুত্বপূর্ণ ভূমিকা পুরো ইতালিতেই প্রশংসা পায়।
আফজাল হোসেন এই স্বীকৃতি পাবার পর বলেন, ভালো লাগছে। এতে করে আমার দায়িত্ব আরও বেড়ে গেল এবং প্রবাসীদের সুখ-দুঃখের কথা আরো সুন্দরভাবে এনটিভির পর্দায় তুলে ধরতে আমাকে আরো আগ্রহী করে তুলবে। তিনি সাংবাদিকতার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।
