স্পেনে বায়তুল মুকাররম জামে মসজিদের নতুন কমিটির কাছে প্রত্যাশা,,,,,

বকুল খান,স্পেনে: বাংলাদেশের মাদ্রিদ কমিউনিটির একমাত্র মালিকানাধীন মসজিদ বাইতুল মোকাররম। এই মসজিদ পরিচালনার জন্য রোববার নতুন কমিটি গঠন হয়েছে। কমিটি আনুষ্ঠানিক ঘোষণার পর ফেসবুক সহ নানাভাবে অভিনন্দন
ও শুভেচ্ছা বার্তায় ছেয়ে গেছে। যা নতুন এই কমিটির কাছে কমিউনিটির প্রত্যাশা অনেক গুন বাড়িয়ে দিয়েছে। দায়িত্ব বেড়েছে এবার অনেক।কেননা স্থায়ী ভবন ক্রয় হয়েছে ইতিমধ্যে।মাদ্রিদের বাংলাদেশী মুসলমান কমিউনিটির দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণাঙ্গ ইসলামিক
কমপ্লেক্স নির্মাণ।তিন বছর মেয়াদী এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মসজিদ কমিটিতে তিনবারের সভাপতি, এই কমিউনিটি ব্যক্তিত্ব খোরশেদ আলম মজুমদার ,সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক আলামিন মিয়াসহ এক ঝাঁক তরুণ নেতৃত্ব। দীর্ঘ পথ পরিক্রমায় এই প্রতিষ্ঠানটি বাংলাদেশি কমিউনিটির ঐক্য, আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে।পৃথিবীর বিভিন্ন দেশে দুর্যোগকালীন সময়ে বায়তুল মোকাররম জামে মসজিদের উদ্যেগে ভূমিকা রেখে আসছে ত্রাণ এবং আর্থিক সহায়তা দিয়ে।বিশেষ করে মাদ্রিদ শহরে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মের কাছে এই কমপ্লেক্স হবে আলোকিত মানুষ গঠনে এক নতুন অভিযাত্রা|
বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েছ এলাকায় প্রায় ৪৪০ মিটার আয়তনের মসজিদটি এক মিলিয়ন ইউরো ব্যয়ে গত ২৭ জুলাই সকাল ১০ টা ৩০ মিনিটে রেজিস্ট্রি হয়।
২০০৬ সালে বায়তুল মোকারম মসজিদ বর্তমান ক্যালে প্রভিশন্স(calle provisiones) থেকে যাত্রা শুরু করে । দীর্ঘ ১৬ বছর পর  কর্ডোভার মুসলিম সভ্যতার স্মৃতিবিজড়িত স্পেনে স্থায়ী ভবন ক্রয়ের  মধ্যে দিয়ে বহুদিনের একটি স্বপ্নের মসজিদ কাম ইসলামী কমপ্লেক্স নির্মাণে এই নতুন উদ্যমী কমিটি আলোর পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এটাই সকল মুসল্লিদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ