ঢাকা অফিস: ইতালি প্রবাসী সাংবাদিক, সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি মাকসুদ রহমান এখন বাংলাদেশে অবস্থান করছেন। সোমবার কুমিল্লায় অনুষ্ঠিত এক মতবিনিময়ের সভায় বর্তমান জাতীয় সংসদের সান্নিধ্যে যাবার সুযোগ পেলেন তিনি।
মঞ্চে ডেকে নিয়ে বাহাউদ্দিন বাহার তার পাশে বসিয়ে পরিচয় করিয়ে দিলেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের ইউরোপের আহ্বায়ক জনাব মাকসুদকে। সোমবারের এই অভিজ্ঞতার কথা
মাকসুদুর রহমান জানালেন এভাবে:কুমিল্লা সদরের এমপি মহোদয়ের ইচ্ছায়, এতে আমি অংশগ্রহণ করি। একজন প্রবাসীর জীবনে এতো সম্মাননা যা আগে চিন্তা করতে পারিনি । আমাকে কুমিল্লা
নামে বিভাগ বাস্তবায়ন পরিষদ ইউরোপের আহ্বায়ক হিসেবে সকলের নিকট পরিচয় করিয়ে দেন কুমিল্লা ৬ সদর আসনের সাংসদ সমতটের জননায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার এমপি । মঞ্চের প্রথম সারিতে নিয়ে বসালেন।
সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ করতালি দিয়ে আমাদের কর্মসূচির প্রসংশা করলেন।পরে এই বিষয়ে বক্তব্যে আমাদের কর্মসূচির প্রশংসা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি।
হাজার হাজার মানুষের করতালি এবং একই সঙ্গে দুইজন প্রিয় এমপি মহোদয়ের প্রশংসায় ধন্য হলাম এবং বুঝতে পারলাম কুমিল্লার মানুষ কুমিল্লা নামেই বিভাগ চায়।
সত্যি গর্বিত ও ধন্য জীবনের পরিকল্পিত কর্মসূচি ” কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন পরিষদ ইউরোপ” এর সঙ্গে থেকে। স্মরণ করছি ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বৃহত্তর কুমিল্লার প্রবাসী ও নেতৃবৃন্দ- যারা আমাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ
করে কাজ করে যাচ্ছেন। আমরা বৃহত্তর কুমিল্লাবাসী এক ও ঐক্যবদ্ধ কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নে।সকলে এই কর্মসূচিতে যোগ দিন।আল্লাহ্ রাব্বুল আলামীন কবুল করুন কুমিল্লাকে। সঙ্গে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতের পরিবর্তন। জনাব মাকসুদ রহমান
দুই এমপি বাহাউদ্দিন বাহার ও ডাঃ প্রাণ গোপাল দত্তকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বলেন,সেই সঙ্গে বলবো সমতটের জননায়ক বাহার ভাই এমপি মহোদয় যার হাত ধরে আমরা স্বপ্ন দেখি কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নে। ধন্যবাদ বৃহত্তর কুমিল্লাবাসী আজকের এই সম্মাননার জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা চেয়ারম্যান এড, মোঃ আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী অফিসার কানিস ফাতিমা, সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা আওমীলীগ ও সৌদির সফল ব্যবসায়ী জনাব
মাহবুব আব্দুল জনি লস্করকে।
