ডেস্ক রিপোর্ট: ভৈরব মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক সিরাজ উদ্দিন আহমেদ শুক্রবার মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম সিরাজ উদ্দিন ইতালি আওয়ামী লীগের অন্যতম নেতা হাজী মোঃ জসিম উদ্দিন এর মামা। হাজী মোঃ জসিম উদ্দিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এক শো বার্তায় হাজী জসিম বলেন, জনাব সিরাজ উদ্দিন এর মৃত্যুতে রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে এক শূন্যতা তৈরি হলো। ভৈরবের রাজনীতি এবং সমাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়
সিরাজ উদ্দিনের মৃত্যুতে ইতালি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
